বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। রোববার রাত তিনটার দিকে আইসোলেশনের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৫৫ বছর। তিনি সিরাজগঞ্জ সদরের একটি এলাকার বাসিন্দা।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিন বলেন, রোববার ভোরে শ্বাসকষ্ট নিয়ে আসা ওই ব্যক্তিকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। পরে রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। আজ সোমবার সকালে করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আর কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় তাঁর লাশ সিরাজগঞ্জে পাঠানো হয়।

আরএমও শফিক আমিন জানান, আইসোলেশনে এ পর্যন্ত ৮৯ জন রোগী ভর্তি করা হয়েছে। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন নয়জন। বর্তমানে ২১ জন চিকিৎসাধীন। এর মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ। অন্যদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি। জেলায় মোট করোনার রোগী শনাক্ত হয়েছে ১৭১ জন।

প্রথম আলো

বগুড়ায় এক মাছের বাজারেই ১১ জনের করোনা