বগুড়ায় অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার দুই

সিল্কসিটিনিউজ ডেস্ক:


বগুড়ায় অস্ত্রসহ আনসার আল ইসলামের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের থেকে গুলি, বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।

বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তার দুজন হলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই উত্তরপাড়া জোরপুল এলাকার ইকবাল হোসেন সরকার (৪০) ও দেবীদ্বারের ভৈষরকুট গ্রামের জায়েদুর রহমান ওরফে আবদুল্লাহ (৩৮)।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুর রাজ্জাকের ভাষ্য, রাতের অভিযানে গ্রেপ্তার দুই জঙ্গি সদস্যের হেফাজত থেকে দুটি গুলি, একটি দেশীয় শুটারগান, প্রায় আধা কেজি বোমা তৈরির বিস্ফোরক পাউডার, একটি চাপাতি, ২৫টি জিহাদি পুস্তক ও ৫০টি জঙ্গি সংগঠনের প্রচারপত্র জব্দ করা হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই আনসার আল ইসলামের দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। -প্রথম আলো