ফ্লয়েড হত্যার বিচার চেয়ে ‘১০ হাজার’ মানুষ গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাস্তায় নেমে ১০ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)।

নিজেদের পরিসংখ্যানের বরাত দিয়ে এপি জানিয়েছে, বুধবার বিকেলেই শুধু ৪০০ মানুষকে গ্রেপ্তার করা হয়। সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসিতে।

গত ২৫ মে চার শ্বেতাঙ্গ পুলিশ ফ্লয়েডের গলায় হাঁটুচেপে হত্যা করে। এরপর সেখানকার সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন।

আলজাজিরা জানিয়েছে, প্রতিদিন শতশত মানুষকে হেফাজতে নেয়া হচ্ছে। গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদের সাহায্য করতে লস অ্যাঞ্জেলেসে অনলাইনে ফান্ড সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যে ক্যাম্পেইন থেকে ২ মিলিয়ন ইউএস ডলার উঠেছে। সাহায্য করা হয়েছে ৩ হাজার মানুষকে।

পুলিশের দাবি, দোকানে লুটপাট এবং আগুন দেয়ার মতো কাজে যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে জর্জ ডব্লিউ বুশ পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। দুজনেই পুলিশকে ‘মানবিক’ হওয়ার আহ্বান জানিয়েছেন।