সিল্কসিটিনিউজ ডেস্ক:
ফ্রান্সের নিস শহরে জাতীয় দিবস উদযাপনরত সমাবেশে ট্রাক চালিয়ে ৮৪ জন হত্যাকারীর নাম জানা গেছে। তিউনিশিয়ার বংশোদ্ভূত ফ্রান্সের ওই নাগরিকের নাম মোহামেদ লাহউইজ-বুহলেল (৩১)। ফরাসি পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে ওই হামলায় নিহতদের মধ্যে ১০ শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২০২ জন। আহত ৫২ জনের অবস্থা আশঙ্কাজনক,এদের মধ্যে ২৫ জনকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে।
প্যারিসের প্রসিকিউটর ফ্রাঁসোয়া মলাঁ জানিয়েছেন, প্রমেনে দেস আংলে অঞ্চলে দুই কিলোমিটার সড়কে দ্রুতি গতিতে লরি চালিয়ে নিয়ে যায় হামলাকারী বুহলেল। এক পর্যায়ে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। ১৯ টন ওজন বহনে ওই ট্রাকটির ভেতর থেকে যেসব অস্ত্র পাওয়া গেছে, সেগুলো ভুয়া।
প্রসিকিউটর জানান, এখনো পর্যন্ত কোনো সংগঠন হামলায় দায় স্বীকার করেনি। তবে হামলার ধরন দেখে মনে হচ্ছে এটা জিহাদি সন্ত্রাসবাদীদের কাজ।
ফ্রাঁসোয়া মলাঁ বলেন, বুহলেল একজন চালক ও বিভিন্ন পণসামগ্রী সরবরাহের কাজ করতেন। গোয়েন্দা বাহিনী তার সম্পর্কে আগে কিছুই জানা যায়নি। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল বুহলেলের। সাবেক স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ জানিয়েছে, এটা নিশ্চিতভাবেই সন্ত্রাসবাদী হামলা। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই হবে দীর্ঘ। ফ্রান্সের এই শুত্রু সেসব লোক ও দেশের ওপর হামলা চালাবে যারা স্বাধীনতাকে অপরিহার্য মূল্যবোধ মনে করে। তিনি বলেন, ‘আমরা এই শোক কাটিয়ে উঠব কারণ আমরা ঐক্যবদ্ধ ফ্রান্স।’
সূত্র: এনটিভি