সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক :
রিও অলিম্পিকে সোনা জিতেই চলেছেন মাইকেল ফেলপস। মার্কিন ‘জলদানব’ একটু আগেই সুইমিংপুলে ঝড় তুলে ২০০ মিটার বাটারফ্লাইয়ে তুলে নিয়েছিলেন অলিম্পিকে নিজের ২০ নম্বর সোনা। তারপর মাত্র মিনিট পাঁচের বিরতি।
আবারও পুলে নেমে পড়লেন, এবার সতীর্থদের সঙ্গে জিতলেন ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলের সোনা। ক্যারিয়ারে ফেলপসের মোট অলিম্পিক সোনার সংখ্যা দাঁড়াল ২১টি, আর পদকসংখ্যা ২৫টি!
বাংলাদেশ সময় বুধবার সকালে হওয়া ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলের শেষ লেগে পানিতে ঝাঁপালেন ফেলপস। নেতৃত্ব দিলেন দলকে। তাতে যুক্তরাষ্ট্র ৭ মিনিট ০.৬৬ সেকেন্ডে জিতল সোনা।
টানা চতুর্থ অলিম্পিকে এই ইভেন্টে সোনা জিতল যুক্তরাষ্ট্র। ফেলপসের সঙ্গে ছিলেন কনোর ডায়ার, টাউনলি হাস ও রায়ান লোকটে। ৭ মিনিট ০৩.১৩ সেকেন্ডে এই ইভেন্টে রুপা জিতেছে যুক্তরাজ্যের দল। ৭ মিনিট ০৩.৫০ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছে জাপানের দল।
সূত্র: রাইজিংবিডি