মঙ্গলবার , ৩ এপ্রিল ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, সীমান্তে চলছে গুলি

Paris
এপ্রিল ৩, ২০১৮ ১১:৩৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ফের গুলি চালাল পাকিস্তান৷ মঙ্গলবার সকাল ৭টা নাগাদ জম্মু ও কাশ্মীরের কৃষ্ণা ঘাঁটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার উলটো দিক থেকে গুলি চালায়৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গুলিবর্ষণ অব্যাহত রয়েছে সীমান্তে৷

কাশ্মীরের কৃষ্ণা ঘাঁটিতে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান৷ পালটা জবাব দেয় ভারতীয় জওয়ানরাও৷ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে না বের হওয়ার আবেদন করেছে সেনা৷ এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷

রবিবার ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান সেনার৷ জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে এলোপাথাড়ি শেলিং করে পাক-আর্মি৷ ভারতীয় সেনা ছাউনি পাশাপাশি সীমান্তবর্তী সংলগ্ন গ্রামগুলিকে টার্গেট করে পাকসেনা৷ ভারতীয় সেনার তরফে পালটা জবাব দেওয়া হয় পাকিস্তান আর্মিকে৷ দুপক্ষের গোলাগুলিতে উত্তপ্ত হয়ে ওঠে সীমান্ত৷ ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, বিনা প্ররোচনাতে পাকিস্তান আর্মি পুঞ্চ সেক্টরে হামলা চালায়৷ সেনার তরফে আরও জানানো হয়েছে, সীমান্ত সংলগ্ন যে গ্রামগুলি রয়েছে পাকিস্তান সেখানে বারবার টার্গেট করছে৷ ফলে ব্যাপক ক্ষতি হচ্ছে৷ পাক আর্মির গোলাগুলিতে দুজন গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ এরপরেই যুদ্ধকালীন তৎপরতায় খালি করে দেওয়া হয়েছে সমস্ত গ্রাম৷ নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয়দের৷

কলকাতা ২৪*৭

সর্বশেষ - আন্তর্জাতিক