ফেনীতে লংমার্চ: পুলিশের সঙ্গে হাতাহাতি, বহিরাগতদের হামলা, আহত ৮

ফেনীতে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ শীর্ষক লংমার্চে কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনিক রায়সহ ৮-৯ জন আহত হয়েছের। আহতদের মাঝে বিজয়, শাহাদাত, শাওন অভির নাম জানা গেছে। শনিবার দুপুরে শহরের খাজুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নেতারা জানান, বেলা পৌনে ১২টার দিকে তারা শহীদ মিনারের সামনে সমাবেশ করে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক দিয়ে পাগলা মিয়া সড়কে অপেক্ষমান বাসের দিকে যাচ্ছিলেন। এসময় খাজুরিয়া এলাকায় কতিপয় যুবক তাদের ওপর লাঠি হাতে হামলা চালায়। এতে ৮-৯ জন আহত হয়েছেন। আহতদেও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এর আগে ট্রাংক রোডে পুলিশের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় পুলিশ জোটের তিন কর্মীকে মারধর করলে উত্তেজনার সৃষ্টি হয়। কর্মীদেও প্রতিরোধের মুখে পড়ে পুলিশ ওই স্থান থেকে সরে যায়।

শনিবার বেলা ১১টার দিকে শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় পাশেই শহীদ মিনার প্রাঙ্গণে ধর্ষণবিরোধী সমাবেশ চলছিল। বাইরে ট্রাংক রোডের দোয়েল চত্বরে আগে থেকে ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর ছবি সম্বলিত বড় বাঁধানো ফেস্টুন বসানো ছিল। শনিবার সমাবেশ চলাকালে কে বা কারা ফেস্টুনের ওপর লারল রঙ দিয়ে ‘ধর্ষকদের পাহারাদার’ কথাটি লিখে দেয়।

এসময় জিরো পয়েন্টে দায়িত্বরত পুলিশ সেখানে গিয়ে উপস্থিত কয়েকজন কর্মীর সাথে বাক-বিতণ্ডায় লিপ্ত হন এবং তিনজনকে মারধর করে। বাইরে উত্তেজনা দেখা দিলে এবং হট্টগোল শুরু হলে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শ’খানেক কর্মী বাইরে এসে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে প্রতিবাদের মুখে পুলিশ সরে গিয়ে পশ্চিমে বনফুল এর সামনে গিয়ে অবস্থান নেয়। শেষে নেতারা এসে কর্মীদের শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে যান। এসময় পুলিশের হামলার শিকার কর্মীদের নাম জানা যায়নি।

বামপন্থী সংগঠনগুলোর ছাত্র-কর্মীদের জোট ধর্ষণ ও নির্যাতনবিরোধী লংমার্চের অংশ হিসেবে ফেনী শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অনিক রায়, কেন্দ্রীয় যুব ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, নারী মুক্তি কেন্দ্রের নেত্রী নাইমা খান মনিকা বক্তব্য রাখেন। পরে সোয়া ১২টার দিকে লংমার্চ নোয়াখালীর বেগমগঞ্জের উদ্দেশে রওনা দেয়।

 

সূত্রঃ কালের কণ্ঠ