মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০১৬ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফেদেরারকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় সেরেনা

Paris
সেপ্টেম্বর ৬, ২০১৬ ৯:৩৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

আরেকটি দিন, আরেকটি জয়, সেরেনা উইলিয়ামসের আরেকটি রেকর্ড।

 

আগের ম্যাচ জিতে মার্টিনা নাভ্রাতিলোভারকে ছাড়িয়ে উন্মুক্ত যুগের টেনিসে গ্র্যান্ড স্লামে নারী খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়েছিলেন সেরেনা।

 

বাংলাদেশ সময় সোমবার রাতে আরেকটি জয়ে নারী-পুরুষ মিলিয়ে এই রেকর্ডের একক মালিক হয়ে গেলেন আমেরিকান টেনিস তারকা। তিনি ছাড়িয়ে গেলেন সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে। গ্র্যান্ড স্লামের এককে সেরেনার জয় এখন ৩০৮টি।

 

SerenaWilliams

 

১৭ বারের মতো ইউএস ওপেনে খেলতে নামা সেরেনা ফেদেরারকে যে ছাড়িয়ে যাবেন, সেটা অনুমিতই ছিল। কারণ, চোটের কারণে এবারের ইউএস ওপেনে অংশ নেননি সুইস তারকা।

 

ফ্লাশিং মিডোয় সোমবার চতুর্থ রাউন্ডে র‍্যাঙ্কিংয়ে ৫২তম স্থানে থাকা কাজাখস্তানের ইয়ারোসস্নাভা শেদোভার বিপক্ষে জয়টি সেরেনাকে পৌঁছে দিল অনন্য উচ্চতায়। শেদোভার বিপক্ষে ৬-২, ৬-৩ গেমে জিতে ফেদেরারকে ছাড়িয়ে গেলেন ৩৪ বছর বয়সি সেরেনা।

 

SerenaWilliams

 

নিউইয়র্কের এই ফ্ল্যাশিং মিডোতেই ১৯৯৯ সালে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন সেরেনা। সেখানেই গড়লেন ইতিহাস। ইতিহাস গড়ার পর সেরেনা বলেন, ‘এটি সত্যিই দারুণ ব্যাপার। ৩০৮ ম্যাচ জয় অসাধারণ। এটি অনেক বড় নাম্বার। এটি খুবই তাৎপর্যপূর্ণ। আমার মনে হয়, এটি সত্যিই বিশেষ কিছু, যা আমার ক্যারিয়ারের দৈর্ঘ্য সম্পর্কে আলোচনা করে।’

 

কোয়ার্টার ফাইনালে বুধবার রোমানিয়ার সিমোনা হালেপের মুখোমুখি হবেন নাম্বার ওয়ান সেরেনা। এই ম্যাচ জিতলে ইউএস ওপেনের সেমিফাইনালে ওঠার পাশাপাশি জয়ের সংখ্যা ৩০৯ করে ফেলবেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - খেলা