ফুলেল শুভেচ্ছার মধ্যদিয়ে দায়িত্ব বুঝে নিলেন বিএমডিএ’র ইডি

বিএমডিএ’র ইডিকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন চেয়ারম্যানসহ কর্মকর্তা-কর্মচারিবৃন্দ

নিজস্ব প্রতিবেদক: 

কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক গতকাল বৃহস্পতিবার ছিল বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. আব্দুর রশিদের আনুষ্ঠানিক দায়িত্ব বুঝিয়ে নেয়ার শেষ দিন। কিন্তু বিদায়ী নির্বাহী পরিচালক শেষ দিনেও তাকে দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় বৃহস্পতিবার (০৬ মে) বিকাল ৫টার দিকে বিএমডিএ’র চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ড. আকরাম হোসেন চৌধুরী তাকে আনুষ্ঠানিকভাবে ইডি’র চেয়ারে বসিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাইরোন, বিএমডিএ কর্মকর্তা-কর্মচারি ঐক্য পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মো. নাজমূল হুদা, সদস্যসচিব মো. মেসবাউল হক, বঙ্গবন্ধু কৃষি পরিষদ বিএমডিএ শাখার সভাপতি প্রকৌশলী মোক্তাদির উজ্জল, প্রকৌশলী রেজউল করিম, প্রকৌশলী আল মামুনুর রশিদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদের সভাপতি প্রকৌশলী কামরুল আলম, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, ডিএসএম হাসামুল ইসলাম ফারুক, রাহাত পারভেজ, শামসুল আলম, আবু হাসনাত, ডিপ্লোমা কৃষিবিদ বিএমডিএ শাখার সভাপতি জামাল হোসেন, প্রকৌশলী তাহের উদ্দিন, সিবিএ রাজ (৩০৪২) এর সাধারণ সম্পাদক আইয়ুব আলী, মামুন, সেলিম জাহাঙ্গীর প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় কৃষিমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে আসা বরেণ্য কৃষিবিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা বিএমডিএ’র সকল স্তরের প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এর আগে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএমডিএ’র বিভিন্ন প্রকল্প পরিচালকবৃন্দ, নির্বাহী পরিচালকবৃন্দসহ কর্মকর্তা-কর্মচারিরা।

পরে সৌজন্য সাক্ষাতের সময় বদিউজ্জামান বাদশা বিএমডিএ-কে সামনের দিকে এগিয়ে নিতে নানা উপদেশমূলক বক্তব্য উপস্থাপন করেন।

এএইচ/এস