ফিল্ডিংই বদলে দিল বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচের ভাগ্য

সিল্কসিটি নিউজ ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের চূড়ান্ত পর্বে টানা তিন ম্যাচে হেরে গেল বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও বাজে ফিল্ডিংয়ের কারণে হারে টাইগাররা।

এরপর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।

শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এদিন ক্যারিবীয়দের ১৪২ রানে আটকে দিয়ে রান তাড়ায় হেরে যায় মাত্র ৩ রানের ব্যবধানে।

বাংলাদেশ দলের এ হারের পেছনে বাজে ফিল্ডিংই দায়ী।  তাই তো ভারতের জনপ্রিয় পত্রিকা হিন্দুস্তান টাইমস তাদের হেডলাইন করেছে ‘ক্যাচিংয়ে আকাশ-পাতাল পার্থক্য, ফিল্ডিংই বদলে দিল বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচের রং’।

মাত্র ২ রানেই নিকোলাস পুরানকে আউট করার সুযোগ তৈরি করেন সাকিব আল হাসান। ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে মিস করেন পুরান। কিন্তু উইকেটকিপার লিটন স্টাম্পিং মিস করেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ২৩ বলে এক চার আর ৪টি ছক্কায় ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন নিকোলাস।

শুধু লিটনই নন, মিস ফিল্ডিংয়ের জন্য দায়ী মেহেদি হাসানও। ১৪তম ওভারে নিকোলাস পুরানের মতো রোস্টন চেজকেও সাজঘরে ফেরানোর সুযোগ তৈরি করেন সাকিব আল হাসান। তার বলে মিড উইকেটে ক্যাচ তুলে দিয়ে মেহেদি হাসানের কল্যাণে ২৭ রানে লাইফ পান রোস্টন চেজ। এ সুযোগ কাজে লাগিয়ে ৪৬ বলে ৩৯ রান করে ফেরেন রোস্টন।

শুধু তাই নয়, ১৯ নম্বর ওভারে মাত্র এক রানে ব্যাট করা জেসন হোল্ডারের ক্যাচ এক্সট্রা কভারে মিস করেন আফিফ হোসেনও। সেই হোল্ডারই ৫ বলে খেলেন ১৫ রানের ঝড়ো ইনিংস।

বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমন একাধিক ভুল করলে কীভাবে জেতা সম্ভব!

সূত্র:যুগান্তর