মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফিলিস্তিন সংকট সমাধানে রিয়াদে আরব নেতাদের ঐতিহাসিক সম্মেলন

Paris
নভেম্বর ১২, ২০২৪ ৬:৪৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোমবার আরব ও মুসলিম বিশ্বের নেতারা এক বিশেষ সম্মেলনে বসেন, যার মূল উদ্দেশ্য পৃথক ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিন সংকটের সমাধান করা। এই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পাশাপাশি লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ প্রয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

গত অক্টোবরেও ফিলিস্তিনি সংকট নিরসনে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে গাজার যুদ্ধ থামাতে আরব বিশ্বের নেতারা সম্মিলিত উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেছিলেন। সেই অঙ্গীকারের ধারাবাহিকতায় আজকের এই সম্মেলন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা এবং আক্রমণ বন্ধ করতে আরব ও মুসলিম দেশগুলোর নেতারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উদ্বোধনী বক্তব্যে বলেন, আমরা ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর নির্মম অত্যাচার ও গণহত্যাকে প্রত্যাখ্যান করছি। সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান, ফিলিস্তিনি জনগণের ওপর চলমান সহিংসতা বন্ধ এবং শান্তিপূর্ণ উপায়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা বাড়ানো অত্যন্ত জরুরি।
এই সম্মেলনে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু, লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ অনেক নেতার অংশগ্রহণ রয়েছে। তবে রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এতে যোগ দেননি।

এদিকে, ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ইসরায়েল দ্বিমত পোষণ করেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা কোনো বাস্তবসম্মত লক্ষ্য নয়। তার মতে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তা সন্ত্রাসী সংগঠন হামাসের দখলে চলে যাবে, যা অঞ্চলটিতে স্থিতিশীলতা আনবে না বরং ঝুঁকি বাড়াবে।

সঙ্গে সঙ্গে গাজার পশ্চিম অঞ্চলে ইসরায়েলি বাহিনী নতুন করে স্থল হামলা শুরু করেছে। সোমবার পশ্চিম গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি ট্যাংক নিয়ে সেনাদের প্রবেশ করতে দেখা গেছে। এই হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানা যায়। শরণার্থীশিবিরে ট্যাংক ঢুকতে শুরু করলে ভীত-সন্ত্রস্ত সাধারণ মানুষ দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। অনেকেই বাধ্য হয়ে ইসরায়েলি সেনাদের কাছে শরণার্থীশিবির থেকে বের হওয়ার অনুমতি চান।

আরব ও মুসলিম বিশ্ব এই সংকট মোকাবিলায় কৌশলগত পদক্ষেপ নিতে অঙ্গীকারাবদ্ধ এবং সম্মেলনের মাধ্যমে দ্রুত সমাধানের উপায় খুঁজছেন বলে আশা করা হচ্ছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক