ফিলিস্তিনের সমাধান না করে মধ্যপ্রাচ্যে শান্তি নয় : রাশিয়া

ফিলিস্তিন ইস্যু সমাধানের আগে মধ্যপ্রাচ্যের শান্তি পরিকল্পনার চিন্তা করা ভুল হবে বলে জানিয়েছে রাশিয়া।

গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রের স্বাভাবিক সম্পর্কের উন্নয়ন হলেও ফিলিস্তিনের সমস্যাগুলো আগের মতোই আছে।

বিবৃতিতে বলা হয়, ‘মধ্যপ্রাচ্যের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত না করে আরব রাষ্ট্রের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন ভুল হতে পারে।’ এছাড়া স্থানীয় ও আন্তর্জাতিকভাবে সক্রিয় কর্মীদের আগে সম্মিলিতভাবে সঙ্কট সমাধানের আহ্বান জানানো হয়।

আরব লিগের সঙ্গে যৌথভাবে মধ্যপ্রাচের শান্তি আলোচনায় অংশগ্রহণে রাশিয়া আগ্রহী বলে উল্লেখ করা হয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে।

গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইনের স্বাভাবিক সম্পর্কের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এর আগে ১৯৮৯ সালে মিশর ও ১০৯৪ সালে জর্দান ইসরায়েলের সঙ্গে পুরোপুরি সম্পর্ক স্থাপন করে।

 

সূত্রঃ কালের কণ্ঠ