ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের শাস্তিমূলক ব্যবস্থা

সিল্কসিটি নিউজ ডেস্ক:

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত করতে জাতিসংঘের সাধারণ পরিষদের আহ্বানের পরিপ্রেক্ষিতে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) বিরুদ্ধে বেশ কিছু শাস্তিমূলক ব্যবস্থা অনুমোদন করেছে। অধিকৃত ভখণ্ডে ইসরায়েলি কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত করতে ফিলিস্তিনিদের অনুরোধকে সমর্থন জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ সম্প্রতি আন্তর্জাতিক বিচারালয়কে (আইসিজে) তাগিদ দেয়।

এর প্রতিক্রিয়ায় গত শুক্রবার ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা আর্থিক ক্ষেত্রে কিছু শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় ফেসবুক পোস্টে জানায়, ফিলিস্তিনি ‘জঙ্গিদের’ হামলার শিকার হওয়া ইসরায়েলি পরিবারকে ক্ষতিপূরণ দিতে পিএর তহবিল থেকে প্রায় চার কোটি ডলার ব্যবহার করা হবে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের হয়ে ইসরায়েলই অধিকৃত অঞ্চলের করের অর্থ সংগ্রহ করে। অধিকৃত পশ্চিম তীরের ‘সি’ অঞ্চলে ফিলিস্তিনি নির্মাণ প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের ‘ভিআইপি’ সুবিধাও বাতিল করবে বলে জানিয়েছে ইসরায়েল। এই সুবিধায় সরকারি কর্মকর্তারা সহজে অধিকৃত পশ্চিম তীর সফর করতে পারতেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিন্দা জানিয়ে এসব পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটে এসবের বাস্তবায়ন বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনে বলেন, অর্থের সঙ্গে সম্পর্কিত এসব পদক্ষেপের নিন্দা জানিয়ে প্রত্যাখ্যান করা হলো।

সূত্র: কালের কণ্ঠ