ফিরেই ম্যাচসেরা সাকিব

জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি গোপন রাখায় এক বছর নিষিদ্ধ হন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার খবরে হতাশই হয়েছেন তিনি। সেই হতাশা কাটিয়ে কোটি কোটি ভক্তের ভালোবাসায় সিক্ত সাকিব নতুন উদ্যমে ফেরার জন্য পণ করেন।

সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ গত বছরের অক্টোবরে শেষ হলেও করোনায় দীর্ঘদিন খেলার বাইরে থাকে বাংলাদেশ। যে কারণে ফেরা হয়নি সাকিবেরও। ১০ মাসের লম্বা সময় পর টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে রাজসিক ফেরা সাকিবের।

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শেরেবাংলায় বল হাতে প্রত্যাশার চেয়েও ভালো করেছেন সাকিব। ৭.২ ওভারে মাত্র ৮ রান খরচ করে শিকার করেন ৪ উইকেট। তার অফ স্পিন ও অভিষিক্ত হাসান মাহমুদের গতির শিকার হয়ে ৩২.২ ওভারে ১২২ রানে অলআউট হয় উইন্ডিজ।

বল হাতে নৈপুণ্য দেখানোর পাশাপাশি ব্যাট হাতেও সফল সাকিব। দলের জয়ে করেন ১৯ রান। তার এমন অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশ জিতে ৬ উইকেটে।

লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচসেরার পুরস্কার জিতেন সাকিব।

 

সুত্রঃ যুগান্তর