ফাইনালে ভারতের কাছে হারল বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ভারতকে ৫-৪ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির শুরুটা দারুণভাবে করেছিল বাংলাদেশ। শিরোপাজয়ের অন্তিম লড়াইয়েও খেলার ফলাফল থাকল সেই একই ব্যবধানের। ৫-৪। তবে এবার বাংলাদেশ না, ৫-৪ ব্যবধানে জয় পেয়েছে ভারত। জিতে নিয়েছে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির শিরোপা।

 

পুরো টুর্নামেন্টের মতো ফাইনালেও দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল ২-১ গোলে। দ্বিতীয়ার্ধে অবশ্য ভালোভাবেই খেলায় ফেরে ভারত। খেলার স্কোর দাঁড়ায় ৪-৪। রেফারির শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্ত পর্যন্ত খেলায় ছিল এই ৪-৪ গোলের সমতা। কিন্তু একেবারে শেষপর্যায়ে বাংলাদেশের জালে বল জড়িয়ে দেয় ভারত। পেয়ে যায় ৫-৪ গোলের জয়।

 

ফাইনালে ভারতের বিপক্ষে হেরে শিরোপা অধরা থেকে গেলেও পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে নজর কেড়েছেন বাংলাদেশের তরুণ হকি খেলোয়াড়রা। প্রথম ম্যাচে ভারতকে ৫-৪ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ওমানের বিপক্ষে পেয়েছিল ১০-০ গোলের বিশাল জয়। সেমিফাইনালে চায়নিজ তাইপেকেও অনায়াসে হারিয়েছিল বাংলাদেশ। পেয়েছিল ৬-১ গোলের জয়।

 

সাতটি দল নিয়ে বাংলাদেশে আয়োজিত হয়েছিল এবারের আসর। ২০১১ সালে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া অংশ নেয়নি এবারের আসরে। জাপানও আসেনি নিরাপত্তাসংক্রান্ত জটিলতায়।

সূত্র: এনটিভি