ফরিদপুরের ভাঙ্গা বাজারে অগ্নিকাণ্ড

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২টি দোকান পুড়ে গেছে।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন সকাল ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম। তবে সেখানকার বেশিরভাগই ফল ও মিষ্টির দোকান পুড়ে গেছে বলে জানা যায়।

বাজারের একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পরপরই তা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফরিদপুর ও ভাঙ্গার ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, ফায়ার সার্ভিসের কয়েকটি টিম আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। ধারণা করা হচ্ছে কোনো দোকানের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

 

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন