সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফটো সাংবাদিক শোয়েব মিথুন আর নেই

Paris
অক্টোবর ২১, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফটো সাংবাদিক শোয়েবুর রহমান মিথুন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। দুরারোগ্যব্যাধি ক্যানসারের সঙ্গে এক বছর লড়াই করে হার মানতে হলো। আজ সোমবার না ফেরার দেশে চলে গেছেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। আমৃত্যু তিনি বাংলানিউজ টোয়েন্টিফোরডটকমের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট ছিলেন।

মিথুন বাবা-মা, স্ত্রী এবং ছয় বছরের এক কন্যাসন্তান রেখে গেছেন। স্বজনরা জানান, তিনি প্রায় এক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। দেশে ও দেশের বাইরে ভারতে চিকিৎসা নিয়েছেন। পরে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েক দিন তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরিবারের ইচ্ছায় বাসায় নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

পরিবার জানিয়েছে, রাত সাড়ে ৯টায় রাজধানীর উত্তর দনিয়া মসজিদে তার জানাজার নামাজ হবে। এরপর তাকে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

মিথুনের বাবা মজিবুর রহমান তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। তার মৃত্যুতে গভীর সমবেদনা ও শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ)।

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - মিডিয়ার সংবাদ