প্রশান্ত মহাসাগরে প্রথম যৌথ টহল দিল চীন-রাশিয়া

১৭ থেকে ২৩ অক্টোবর প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে রাশিয়া ও চীনা যুদ্ধজাহাজ তাদের প্রথম যৌথ টহল দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

পশ্চিমের সঙ্গে যখন তাদের সম্পর্ক তিক্ত তখনই মস্কো ও বেইজিং জাপান সাগরে নৌসহযোগিতামূলক মহড়ার আয়োজন করে। সাম্প্রতিক বছরগুলোতে তারা ঘনিষ্ঠ সামরিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে।

চীন ও রাশিয়ার ১০টি জাহাজ জাপানের প্রধান দ্বীপ এবং তার উত্তরের দ্বীপ হোক্কাইডোকে আলাদা করা সুগারু প্রণালী দিয়ে যাত্রা করে। আর এই বিষয়টি জাপান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়, টহলের অংশ হিসেবে জাহাজগুলো প্রথমবারের মতো সুগারু প্রণালী দিয়ে গেছে। প্রণালীটি আন্তর্জাতিক জলাভূমি হিসাবে বিবেচিত। টহলদলটির কাজ ছিল রাশিয়া এবং চীনের রাষ্ট্রীয় পতাকা প্রদর্শন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দুই দেশের সামুদ্রিক-অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়গুলোর অভিভাবকত্ব।

 

সূত্রঃ কালের কণ্ঠ