শনিবার , ১০ আগস্ট ২০২৪ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রধান বিচারপতির কী করা উচিত তা ওনার ওপর ছেড়ে দিলাম: আসিফ নজরুল

Paris
আগস্ট ১০, ২০২৪ ১২:৪০ অপরাহ্ণ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

অন্তর্র্বতী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রধান বিচারপতির পদত্যাগ প্রসঙ্গে বলেছেন, ‘গণআন্দোলন থেকে পদত্যাগের দাবি উঠলে তার মানে কী তা প্রধান বিচারপতি যেন বুঝতে পারেন।’

শনিবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছাত্র জনতার দাবির প্রতি প্রধান বিচারপতির সম্মান জানানো উচিত বলে উল্লেখ করেন তিনি।

আসিফ নজরুল আরও বলেন, ‘এখন নেতৃত্ব দিচ্ছেন, প্রতিনিধিত্ব করছেন সমন্বয়করা। এত বড় একটা গণ আন্দোলন, যেখানে ১৬-১৭ বছর ধরে থাকা একটা সরকার, যে সরকারের প্রধানকে পালিয়ে যেতে হয়েছে। ফলে ওই রকম (শিক্ষার্থীদের) জায়গা থেকে চাপ আসা, প্রত্যাশা আসা র পর প্রধান বিচারপতির কী করা উচিত তা ওনার ওপর ছেড়ে দিলাম।’

তিনি বলেন, ‘যে দাবি এসেছে সেটা ছাত্র সমাজের পক্ষ থেকে। এ আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হয়েছেন। যখন আমরা দেখি ৬ বছরের একটা শিশু মারা গেছে, রিয়া গোপ- খুবই আবেগাপ্লুত হয়ে যাই।’

নতুন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের দুদিন পর ছুটির দিন শনিবার সচিবালয়ে অফিস করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এদিন সকাল সাড়ে ৯টার দিকে দপ্তরে আসেন তিনি। দুই ঘণ্টার মতো মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘প্রধান বিচারপতির বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অনেক অভিযোগ রয়েছে। তিনি প্রধান বিচারপতির শপথ নেওয়ার পর ছাত্রলীগের নেতাদের কাছ থেকে ফুলের তোড়া নিয়েছিলেন। এটাতে কোড অব কনডাক্ট ভায়োলেন্স হয়েছে কিনা, সেটা প্রশ্ন। এছাড়া শিক্ষার্থীদের হাসপাতাল থেকে ধরে নিয়ে নির্যাতনকারী ও গুলি করে ছাত্রজনতাকে নির্মমভাবে হত্যাকারী ডিবির হারুনের কাছ থেকে সোনার তরবারি নিয়েছেন।’

 

 

 

সর্বশেষ - জাতীয়