রবিবার , ৩ মার্চ ২০১৯ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রধানমন্ত্রী কেমিক্যাল গুদাম উচ্ছেদের বিষয়ে সিরিয়াস: স্বরাষ্ট্রমন্ত্রী

Paris
মার্চ ৩, ২০১৯ ৪:১৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেমিক্যাল গুদাম উচ্ছেদের বিষয়ে সিরিয়াস। কোনো বাধাতেই চকবাজারের কেমিক্যাল গুদাম সরানোর কাজ থেমে থাকবে না।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে সিরিয়াস। ইতিমধ্যে তিনি একটি দিকনির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী কাজ চলছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা বাস্তবায়নে ঢাকা দক্ষিণের মেয়র যে সহযোগিতা চাইবেন, সরকারের পক্ষ থেকে তা করা হবে। ঢাকা শহরকে তিনি কীভাবে সাজাবেন এটি তার বিষয়। এখানে তার সিদ্ধান্তই চূড়ান্ত।

এর আগে শনিবার বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতি ও স্থানীয় ব্যবসায়ীদের বাধার মুখে পুরান ঢাকায় আবাসিক ভবনে রাসায়নিক গুদাম উচ্ছেদ বন্ধ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

পরে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের নেতৃত্বে ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

পরে আজ রোববার বেলা ১২টার দিকে র‍্যাব-পুলিশ নিয়ে চকবাজারের চুড়িহাট্টার নন্দকুমার দত্ত লেনে তৃতীয় দিনের মতো আবাসিক ভবনের নিচে ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম ও কারখানা বন্ধে অভিযানে নেমেছে ডিএসসিসির নেতৃত্বে গঠিত টাস্কফোর্স।

সর্বশেষ - জাতীয়