শুক্রবার , ২৩ সেপ্টেম্বর ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রধানমন্ত্রীর দেশে ফেরা পিছিয়েছে

Paris
সেপ্টেম্বর ২৩, ২০১৬ ১১:৪৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার তারিখ পিছিয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ আজ শুক্রবার রাতে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২৬ তারিখ দেশে ফেরার কথা ছিল।

 
এখন সেটা পিছিয়ে ৩০ তারিখে গেছে।’

প্রধানমন্ত্রী দেশে ফিরলে তাঁকে সংবর্ধনার আয়োজন করেছে আওয়ামী লীগ। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত তাঁকে এই সংবর্ধনা দেওয়া হবে।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী গণ-অভ্যর্থনার যে কর্মসূচি ২৬ তারিখে ছিল সেটা এখন ৩০ তারিখে হবে।’

পরিবর্তিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান হানিফ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ সেপ্টেম্বর কানাডা ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ত্যাগ করেন।

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়