প্রধানমন্ত্রীর কাছে রুবেলের আবেদন

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

দুই দিন আগে চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে ঘটে গেছে ভয়বাহ ঘটনা। রাসায়নিক রাখা কন্টেইনারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যাদের মাঝে আছেন আগুন নেভাতে যাওয়া ৯ জন ফায়ার ফাইটার। মানুষের জানমাল রক্ষায় নিয়োজিত অতি গুরুত্বপূর্ণ এই বাহিনীকে আরও আধুনিক করে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানালেন ক্রিকেটার রুবেল হোসেন।

আপাতত জাতীয় দলের বাইরে থাকা এই পেস তারকা গতকাল সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে বাংলাদেশের ফায়ার সার্ভিসকে একটা ব্যাংক একাউন্ট খোলার নির্দেশ দিন। আমরা সারা দেশের মানুষ সেই ব্যাংক একাউন্টে টাকা জমা দিব, যে যা পারি তাই দেব- ১০, ১০০, ১০০০, ১০০০০। দেশের মানুষের টাকায় আগুন নেভানোর আধুনিক  যন্ত্রপাতি কেনা হবে। ‘

সমসাময়িক ইস্যু নিয়ে প্রায় নিয়মিতই ফেসবুকে সরব হওয়া রুবেল আরও লিখেছেন, ‘নিজেদের টাকায় যেহেতু আমরা আমাদের স্বপ্নের পদ্মা সেতু করতে পেরেছি,  তাহলে আমরা আমাদের টাকায় উন্নত-আধুনিক যন্ত্রপাতিও কিনতে পারব। দয়া করে আপনি আমাদেরকে সেই সুযোগটা করে দিন। এদেশের মানুষ বিপদে মানুষের পাশে দাঁড়ায়। এর নাম সোনার বাংলাদেশ। ‘ kalerkantho

 

সুত্রঃ কালের কন্ঠ