বাঘা প্রতিনিধি:
২১ আগষ্ট বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা চালিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে নিশ্চিহৃ করার জন্য চেষ্টা চালানো হয়েছিল। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশ, জাতি, মানুষ, সংবিধানকে হত্যা করা হয়েছে। এই সকল কু-চক্র ও মদদ দাতাদের শাস্তি দেওয়া হবে।
আজ সোমবার সন্ধ্যায় রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর যুবলীগের আয়োজনে ঐতিহাসিক তালতলার এক প্রতিবাদ সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি এসব কথা বলেন।
আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, আড়ানী পৌর যুবলীগের সভাপতি শিক্ষক কামরুল হাসান জুয়েল।
উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক ও উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সহসভাপতি আজিজুল আলম, আজিজুল আযম, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ নুর মোহাম্মদ তুফান, জয়জয়ন্তী সরকার মালতি, আড়ানী পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবর রহমান, আড়ানী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রমহমান, সহসভাপতি সাইদুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক বিরাজ উদ্দিন, আড়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, বাউসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক জাহিদ হোসেন, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, সাধারণ স¤পাদক খালেদ ওয়াসী কেটু, সাংগঠনিক স¤পাদক মাসুদ পারভেজ কলিন্স, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, সাধারণ মোকাদ্দেস হোসেন প্রমুখ।
স/অ