প্রধানমন্ত্রীর অনুদান পেলেন মথুরডাঙ্গার বিস্কুট বিক্রেতা মেহেরুন


নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২৫ হাজার টাকা অনুদান পেলেন মথুরডাঙ্গা এলাকার মোসা. মেহেরুন নেছা।  মঙ্গলবার বেলা ১২ টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে এই টাকা তুলে দেওয়া হয় মেহেরুন নেছার হাতে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জুুডিশিয়াল মুন্সিখানা শাখা) রনী খাতুন।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ মেহেরুন নেছাকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাকে ২৫ হাজার টাকার অনুদান দেওয়া হলো। আপনি আর ভ্যান গাড়ি চালিয়ে বিস্কুট বিক্রি করে বেড়াবেন না। এই টাকা নিয়ে কোন জায়গায় একটা দোকান নিয়ে ব্যবসা চালু রাখবেন।
প্রসঙ্গত, গত আগস্ট মাসের ১০ তারিখে রাজশাহীর একটি পত্রিকায় মেহেরুন নেছার ছবি ছাপা হয়। সেখানে উল্লেখ ছিলো দীর্ঘ ৩৫ বছর ধরে ভ্যান চালিয়ে বিস্কুট বিক্রি করে সংসার চালাচ্ছেন তিনি। বিষয়টি রাজশাহী জেলা প্রশাসকের নজরে আসলে এই অনুদানের চেক তুলে দেওয়া হয় মেহেরুন নেছার হাতে।

স/আ.মি