প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল নেতার শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারীর বিরুদ্ধে থানায় পৃথক এজাহার দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান ও উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম।

বুধবার রাতে পৃথক দুটি এজাহার শিবগঞ্জ থানায় দাখিল করেন তারা। এজাহারে জানা গেছে- গত ৩১ আগস্ট যুগান্তর অনলাইন নিউজ পোর্টালে ”জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, কিন্তু যুদ্ধ করেননি” শিরোনামে সংবাদে যুগান্তরের ফেসইবুক টাইমলাইনে প্রধানমন্ত্রীকে নিয়ে অকথ্য ভাষায় মন্তব্য করেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারী। প্রধানমন্ত্রীকে এ ধরণের আক্রমত্মক মন্তব্য করায় এলাকায় বিশৃংখলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তার এমন মন্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রীকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচীপূর্ণ ইজ্ঞিত করা হয়েছে। এতে পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে, শহিদুল হক হায়দারীকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিবগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা, সাধারণ সম্পাদক আশিফ আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান হিমেল ও সাধারণ সম্পাদক আলী রাজসহ অন্যরা।

মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যারা কটুক্তি করে তাদের স্থান এ শিবগঞ্জের মাটিতে হবে না। দ্রুত তাকে গ্রেফতারের জোর দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

জেএ/এফ