প্রথম ম্যাচেই হ্যাটট্রিক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ সিলেট সানরাইজার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মৃত্যুঞ্জয় চৌধুরী। আজকের ম্যাচের মাধ্যমে বিপিএলে অভিষেক হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ বোলারের। আর প্রথম ম্যাচেই ইতিহাস গড়ে করলেন হ্যাটট্রিক।

চট্টগ্রামের দেয়া ২০২ রানের টার্গেটে খেলতে নেমে জয়ের সম্ভাবনা কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছিল সিলেট।

তবে ম্যাচের ১৮তম ওভারে এসে হ্যাটট্রিক করে সিলেটের জয়ের সব আশা শেষ করে দেন মৃত্যুঞ্জয়।

ম্যাচের ১৮তম ওভারটি করতে আসেন মৃত্যুঞ্জয়। ব্যাটিংয়ে থাকা এনামুল হক তার প্রথম বলে ছক্কা হাঁকান। এর পরের বলে মারেন চার। প্রথম দুই বলে মৃত্যুঞ্জয় দিয়ে দেন ১০ রান।

কিন্তু তৃতীয় বলে এসে এনামুলকে ক্যাচ আউট করে সাজঘরে পাঠান তিনি। এনামুল ৪৭ বল খেলে ৭৮ রান করেন।

এরপর ওভারের চতুর্থ বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন। তিনি প্রথম বলেই আউট হন। তিনি আউট হওয়ার আগে প্রান্ত বদল করেন অপর প্রান্তে থাকা রবি বোপারা।

এই সময় মৃত্যুঞ্জয়ের সামনে তৈরি হয় হ্যাটট্রিক তুলে নেয়ার সুযোগ। আর সেই সুযোগটি তিনি কাজে লাগান বোপারাকে সরাসরি বোল্ড আউট করে।

 

সূত্রঃ যুগান্তর