প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুললেন তামিম

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটা হয়েছে একেবারে ম্যাড়ম্যাড়ে। লো স্কোরিং। যে কারণে অনেকেই শঙ্কিত হয়ে পড়েছিলেন, এবারের বিপিএল কী তবে রান খরায় ভুগবে।

তবে দ্বিতীয় ম্যাচই সে শঙ্কা উড়িয়ে দিয়েছে খানিকটা। বিশেষ করে জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল আর আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে মিনিস্টার ঢাকাকে ব্যাট করতে পাঠান খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাট করতে নেমে খুলনার বোলারদের হতাশার কারণ হয়ে দাঁড়ান ঢাকার দুই ওপেনার, তামিম এবং শাহজাদ।

এ দু’জন মিলে ৮.১ ওভার খেলে উদ্বোধনী জুটিতে রান তোলেন ৬৯। ২৭ বল খেলে ৪২ রান করে আউট হয়ে যান মোহাম্মদ শাহজাদ। ৮টি বাউন্ডারির মার মারেন তিনি।

তবে শাহজাদ আউট হয়ে গেলেও হাফ সেঞ্চুরি পূরণ করেন তামিম ইকবাল। ৪২ বল খেলে ৫০ রান করে আউট হন তামিম। দেশসেরা এই ওপেনারের ব্যাটে হলো এবারের আসরের প্রথম হাফ সেঞ্চুরি। তামিম নিজের ইনিংস সাজান ৭টি বাউন্ডারি মেরে। যদিও কোনো ছক্কার মার নেই তার ব্যাটে।

১৩.১ ওভারে দলীয় ১০৯ রানের মাথায় কামরুল ইসলাম রাব্বির বলে আফগান নাভিন-উল হকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তামিম ইকবাল।

 

সূত্রঃ জাগো নিউজ