প্রথম দেশ হিসেবে বিটকয়েনের বৈধতা দিল এল সালভাদর

মধ্য আমেরিকার দেশ এল সালভাদর ক্রিপটোকারেন্সি তথা বিটকয়েনকে বৈধতা দিয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে  ক্রিপটোকারেন্সিকে বৈধতা দিয়ে সম্ভাব্য ব্যবসায়িক লেনদেনে বিটকয়েন ব্যবহারের কথাও বলেছে দেশটির সরকার।

সোমবার বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। তবে বিটকয়েনকে বৈধতা দেওয়ায় দেশটিতে এখনও বিক্ষোভ করছেন অনেকে। রাজধানী সান সালভাদর এ বিক্ষোভকারীরা প্রতিবাদ জানান।

জনগণের একাংশ এটিকে যেমন বৈধতা দেওয়ার পক্ষে ছিলেন, তেমনি আরেকটি অংশ বিটকয়েন নিয়ে ছিলেন অনিশ্চয়তায়। এদিকে, দেশটির সরকার নিয়ন্ত্রিত ডিজিটাল ওয়ালেটে প্রত্যেক নাগরিককে ৩০ মার্কিন ডলার সমমূল্যের বিটকয়েন কেনারও সুযোগ দেওয়া হয়েছে।

দেশটির সরকার দেশজুড়ে ২০০ মেশিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এই মেশিনের মাধ্যমে বিটকয়েন ও ডলারকে একে অপরে রূপান্তর করা যাবে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন