প্রথম দিনেই ঘাম ঝরানো অনুশীলনে দি ওয়ারিয়র্সে খেলোয়াড়রা

নিজস্ব প্রতিবেদক:

মুজিববর্ষ উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে বঙ্গবন্ধু মিডিয়া ক্রিকেট কার্নিভাল ২০২০ সামনে রেখে পুরোদমে অনুশীলন শুরু করেছে দি ওয়ারিয়র্স খেলোয়াড়রা। আজ সোমবার রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রথম দিনে অনুশীলন করেছিলেন জন প্রায় ১০ জন খেলোয়াড়।

এদিকে, বঙ্গবন্ধু মিডিয়া ক্রিকেট কার্নিভাল সামনে রেখে দি ওয়ারিয়র্স দলের অনুশীলনে যোগ দিয়েছেন কোচ আব্দুল্লাহ আল মারুফ। প্রথম দিনেই দি ওয়ারিয়র্স খেলোয়াড়রা মাঠে নেমেই শুরুতে বিভিন্ন ধরনের ব্যায়াম দিয়ে গা গরম নেন ক্রিকেটাররা।

এরপর কোচ আব্দুল্লাহ মারুফের অধীনে বোলাররা উইকেট আর ফিল্ডিং প্রাকটিসে ব্যস্ত সময় পার করেছেন। অনুশীলনে নেমে ব্যাটে ঝড় তুলেছেন ব্যাটসম্যানরা। নিজেদের পারফরম্যান্স যাতে আরও নিঁখুত হয়, সেই চেষ্টা ছিল সবার মধ্যে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে ‘বঙ্গবন্ধু মিডিয়া ক্রিকেট কার্ণিভাল-২০২০’ এর খেলোয়াড় নিলাম প্রক্রিয়া শেষ হয়েছে। এবারের মিডিয়া কাপ ক্রিকেট কার্নিভালে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে।

দলগুলো হচ্ছে- ডায়ানামিক কিং (টিম ওনার শিবলী নোমান), ‘দি গ্রেট লিডার (টিম ওনার কাজী শাহেদ), দি ওয়ারিয়র (টিম ওনার রফিকুল ইসলাম), সুপার হিরো (টিম ওনার শ.ম. সাজু) দি লিজেন্ড (টিম ওনার ইউনুস আলী) ও দি ফাইটার (টিম ওনার আহসান হাবীব)। প্রতিটি দলে ২০ জন করে খেলোয়াড় থাকবে। ‘বঙ্গবন্ধু মিডিয়া ক্রিকেট কার্ণিভাল-২০২০’র খেলাগুলো দুই গ্রুপে লিগ ভিত্তিক অনুষ্ঠিত হবে।

আগামী ২২ ফেব্রুয়ারি উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে কাজী শাহেদের ‘দি গ্রেট লিডার’ ও শ.ম. সাজুর ‘সুপার হিরো’।