শনিবার , ১৭ আগস্ট ২০২৪ | ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রথম টেস্টে পেসারদের সুযোগ দেখছেন শরিফুল

Paris
আগস্ট ১৭, ২০২৪ ১২:৫৬ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশে-পাকিস্তানের টেস্ট সিরিজ শুরু হবে ২১ আগস্ট থেকে। ইসলামাবাদে অনুশীলন করলেও, প্রথম টেস্টে তাদের খেলতে হবে রাওয়ালপিন্ডিতে। যার উইকেট ও কন্ডিশন সম্পর্কে ধারণা নেই সফরকারী ক্রিকেটারদের। তবে টাইগার তারকা শরিফুল ইসলাম সেখানে পেসাররা সুবিধা পেতে পারে বলে মনে করছেন। একইসঙ্গে লাল বলে নিজেদের প্রস্তুতি ও সেখানকার অনুশীলন সুবিধা নিয়েও কথা বলেছেন এই টাইগার পেসার।

সংবাদ সম্মেলনে শরিফুল ইসলাম বলেন, ‘প্রথমত আমি এখনও রাওয়ালপিন্ডির উইকেট দেখিনি। তবে শুনেছি সেখানে পেসারদের জন্য কিছুটা ঘাস রয়েছে। আশা করছি ঘাস থাকবে ম্যাচের উইকেটে। এমনটা প্রত্যেক পেসারই চায় যে উইকেটে কিছু ঘাস থাকুক, যেন ভালো সিম মুভমেন্ট আদায় করে নেওয়া যায়। ফলে এরকমটা হলে পেসারদের জন্য ভালো ব্যাপারই হবে।’

দীর্ঘ বিরতির পর লাল বলের ক্রিকেট খেলা নিয়ে শরিফুলের ভাষ্য, ‘আসলে লাল বলের জন্য প্রস্তুতি নেওয়াটা বেশ কঠিন ব্যাপার, বিশেষ করে এতটা লম্বা সময়ের ব্যবধানে। তবে আমাদের মানিয়ে নিতে হবে। আরও কিছুদিন বাকি আছে। এর মধ্যে ফিটনেস ও বোলিং ওয়ার্কলোড ম্যানেজ করে ভালোভাবে প্রস্তুত হতে পারব বলে আশা করছি।’

দেশ থেকে আগেভাগে গিয়ে অনুশীলনের সুযোগ পাওয়া নিয়ে শরিফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ। পিসিবিকে ধন্যবাদ আমাদের এখানে অনুশীলনের অনেক ভালো সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। আমরা এখানে সময়টা উপভোগ করছি। কিছুটা গরম এখানে (হাসি)। তবে আমাদের মানিয়ে নিতে হবে। ইসলামাবাদেও অনেক গরম থাকবে…(হাসি)। আমরা আসলে পাকিস্তানের মাটিতে খুব বেশি ম্যাচ খেলিনি। ফলে আমাদের এখানে মানিয়ে নিতে হবে, বিশেষ করে রাওয়ালপিন্ডির উইকেটে।’

২১ আগস্ট রাওয়ালপিন্ডির পিন্ডি স্টেডিয়ামে হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। তবে শঙ্কার খবর, সেই ম্যাচ চলাকালে চোখ রাঙাতে পারে তীব্র বৃষ্টি। ম্যাচের পাঁচদিনই প্রতিকূল আবহাওয়ার কবলে পড়তে পারে বলে পূর্বাভাসে জানা গেছে। পরবর্তীতে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট হবে করাচির ন্যাশনাল ব্যাংক ক্রিকেট স্টেডিয়ামে। তবে সেই ম্যাচ হবে দর্শকশূন্য মাঠে, কারণ ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষ্যে সংস্কার কাজ চলছে করাচি স্টেডিয়ামের গ্যালারিতে।

সর্বশেষ - খেলা