প্রথমবারের মতো আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য রকেট আনল ইরান

আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য প্রথম গাইডেড রকেট উদ্বোধন করেছে ইরান।

 

সোমবার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস বিভাগের স্থানী প্রদর্শনীতে এই গাইডেড রকেটের মোড়ক উন্মোচন করা হয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সমরাস্ত্রের উদ্বোধন ও প্রদর্শন করা হচ্ছে দেশটিতে। এদিন নতুন ধরণের একটি বোমা ও ‘অযেরাখ্শ’ নামের একটি ক্ষেপণাস্ত্রও উন্মোচন করা হয়।

৮০ মিলিমিটারের এই রকেটের নাম দেয়া হয়েছে ফাদাক। লক্ষ্যবস্তুতে আঘাতের আগ মুহূর্ত পর্যন্ত এই রকেটের গতিপথ পরিবর্তন করা যায়।

ইরান এ পর্যন্ত ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বিভিন্ন ধরণের গাইডেড রকেট ও ক্ষেপণাস্ত্র তৈরি করলেও আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য রকেট এটিই প্রথম।

 

সূত্রঃ যুগান্তর