প্রতিষ্ঠিত হতে হলে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে: জিদান

 

রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান বলেছেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এবং উপভোগ করতে হবে। এর বাইরে আমি কিছু পাত্তা দেই না।

ফ্রান্সের সাবেক এ তারকা ফুটবলার ও কোচ হিসেবেও দারুণ সব সাফল্য পেয়েছেন। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, স্প্যানিশ কাপসহ আরও অনেক কিছু।

এরপরও দীর্ঘদিন এই পেশায় না থাকার কথাই ভাবছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। তিনি বলেন, আমি সব সময় একজন ফুটবলার এই ভাবনাটাই আমার মাথায় থাকে। আমি ১৮-১৯ বছর খেলেছি এবং যখন আমাকে জিজ্ঞেস করা হতো, আমি কোচ হব কি-না, বলতাম, না। শেষ পর্যন্ত আমি কোচ হলাম। কিন্তু এই পেশা ধীরে ধীরে আগ্রহ কেড়ে নিয়েছে।

শনিবারের সংবাদ সম্মেলনে জিদান আরও বলেছেন, সেরাদের কোচিং করাতে পেরে আমি ভাগ্যবান। বিশ্বের সেরা দলটায় আমি আছি। ম্যাচগুলো, এমনকি ট্রেনিং সেশনগুলোও উপভোগ করছি। এখানে, যখন আমি একটা ম্যাচ হেরে যাই, সমালোচিত হই এবং এটাতে কোনো কিছু বদলায় না। এখন আমরা ম্যাচ জিতছি কিন্তু এখনও কোনো কিছু অর্জন করিনি। ছেলেদের বলেছি ছুটতে থাক, কেননা, এটাই পার্থক্য গড়ে দেবে।

সূত্র: মার্কা