প্রতিশোধ নিতে ওডেসায় রাশিয়ার শক্তিশালী হামলা

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় সোমবার স্থানীয় সময় সকালে হামলা চালায় ইউক্রেনের সেনারা।

ক্রিমিয়ান উপদ্বীপের কাছে তেল ও গ্যাস কোম্পানি চেরনোমর্নেফতেগাজের একটি তেল কূপ খনন কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

আর তেল কূপে হামলা চালানোর প্রতিশোধ নিতে বন্দর শহর ওডেসায় শক্তিশালী হামলা চালিয়েছে রাশিয়া।

ওডেসার আঞ্চলিক প্রশাসনের একজন কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সের কাছে বোমা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি, এই হামলা কোনো হতাহত হয়েছে কিনা তাও জানাননি।

ওলেক্সি হনচারেনকো নামে ওডেসার একজন আইনপ্রণেতা বলেছেন, ওডেসায় হামলা চালানো হয়েছে ‘সকালে ক্রিমিয়ার তেল কূপে আমাদের হামলার প্রতিশোধ নেওয়ার জন্য’।

ইউক্রেনের সেনবাহিনীর পক্ষ থেকেও হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা বলেছে, প্রতিশোধ নিতে তিন ঘণ্টার ব্যবধানে ১৪টি মিসাইল ছুঁড়েছে রাশিয়া। তাদের হামলায় একটি গুদাম ধ্বংস হয়ে গেছে।

তবে ইউক্রেনের সেনারা ক্রিমিয়ায় হামলা চালিয়েছে সে বিষয়টি রাশিয়ার পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি।

এদিকে রুশ সেনারা ইউক্রেনের কৃষ্ণ সাগরের সঙ্গে লাগোয়া সব অঞ্চল দখল করেছে। তবে তারা এখনো দখল নিতে পারেনি বন্দর শহর ওডেসার।

এই ওডেসা থেকে রাশিয়ার জাহাজ এবং বিভিন্ন স্থাপনার ওপর মাঝে মাঝে হামলা করে ইউক্রেনীয় সেনারা।

 

সুত্রঃ যুগান্তর