সিল্কসিটিনিউজ ডেস্ক:
জঙ্গি কার্যক্রম প্রতিরোধে প্রতিবেশী ও বন্ধুপ্রতীম রাষ্ট্রসমূহের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। গুলশানে হামলার ঘটনার তিনদিন পর সাংবাদিকদের ডেকে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বিভিন্ন সময়ে যেসব জঙ্গি কর্মকাণ্ড ইতোপূর্বে সংঘটিত হয়েছে এ ঘটনা তারই পুনরাবৃত্তি বলে আমরা মনে করি। সকল প্রকার জঙ্গি কার্যক্রম প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এ ক্ষেত্রে প্রতিবেশী ও বন্ধুপ্রতীম রাষ্ট্রসমূহের প্রয়োজনীয় সহযোগিতা আমরা আহ্বান করছি এবং আমরা গ্রহণ করব।’
গত শুক্রবার গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আটিজান বেকারিতে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২৮ জন নিহত হয়। এরমধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী জানিয়েছে, যৌথ বাহিনীর করা অভিযানে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। আর অভিযানে নিহত হয়েছে ‘ছয়’ হামলাকারী।
সূত্র: এনটিভি