প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে : উপ-মন্ত্রী

সিংড়া  প্রতিনিধি : নিজের খেয়ে বনের মেষ তাড়ানো মানুষগুলোর কারণেই আজ প্রকৃতি ও পরিবেশ টিকে রয়েছে। এই প্রকৃতি ও পরিবেশ একবার নষ্ট হলে রাস্তা-ঘাটের মতো আবার তৈরি করা যাবে না। এজন্য প্রকৃতি রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে এবং একযোগে কাজ করতে হবে।।

শনিবার (৬ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোরের চলবিলের একটি কপি হাউজে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার এম.পি স্থানীয় পরিবেশকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাটোর জীববৈচিত্র্য ভারসাম্য সুরক্ষা কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের পরিচালনায় ও সভাপতি ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সামাজিক বনায়নের যশোর অঞ্চলের বন সংরক্ষক ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) প্রতিষ্ঠাতা মোল্যা রেজাউল করিম, সামাজিক বনায়নের বগুড়া অঞ্চলের বন সংরক্ষক সালাউল্লাহ পাটোয়ারী, রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় কর্মকর্তা জিল্লুর রহমান, বিবিসিএফ এর সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।

স/আ.মি