প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রতিবাদ: 

গত শুক্রবার (২৫ জুন) সিল্কসিটিনিউজেসহ কয়েকটি স্থানীয় অনলাইনে ‘নগরীতে মাদক সেবন করে ছিনতাই কালে তিনজন আটক’ এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটিতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে ছিনতাইকারী বানো হয়েছে।

বিষয়টি নিয়ে আটককৃত তরিকের বড় ভাই মো. তহিদুল ইসলাম আদর প্রকৃত ঘটনা বর্ণনায় তিনি বলেন- ঘটনার দিন দড়িখরবোনা এলকায় অটোরিক্সাকে সাইড দেওয়াকে কেন্দ্র করে চালকের সাথে সনেট তর্কে জড়িয়ে পরে। পরে পুলিশ তাকে আটক করে। তাকে ছাড়াতে গেলে তরিক ও ফয়সালকে আটক করে পুলিশ। পুলিশ পরে আমাদের জানায়- তারা নেশাগ্রস্থ অবস্থায় ছিলো। তাদের আটক করা হয়েছে।

এবিষয়টি নিয়ে তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (২০১৮ এর ৩৬ (১) সারণি) দেওয়া হয়েছে। তবে স্থানীয় অনলাইনগুলোতে ছিনতাইকারী হিসেবে সংবাদ প্রকাশ করেছে। যা মিথ্যা ও ভিত্তিহীন। একটি মহল ষড়যন্ত্র করে মিথ্যা তথ্য রটিয়েছে।

প্রতিবাদকারী আটককৃত তরিকের বড় ভাই মো. তহিদুল ইসলাম আদর