প্যারিসে মসজিদ বন্ধ

মহানবীকে অবমাননায় এক ব্যক্তিকে হত্যার ঘটনায় রাজধানী প্যারিসের একটি মসজিদ বন্ধের নির্দেশ দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। বুধবার থেকে এটি বন্ধ করা হবে বলে মঙ্গলবার জানানো হয়েছে।

শ্রেনিকক্ষে মহানবীর ব্যক্তিচিত্র দেখানোয় স্যামুয়েল প্যাটি নামে এক শিক্ষককে গত শুক্রবার গলা কেটে হত্যা করা হয়। হামলাকারী চেচেন বংশোদ্ভূত আব্দুল্লাখ আনজরভ পরে পুলিশের গুলিতে নিহত হয়। হামলার আগে প্যারিসের প্যানটিন এলাকার ওই মসজিদের ফেসবুক পেজে স্যামুয়েল প্যাটির নিন্দা জানানোর একটি ভিডিও পোস্ট করা হয়েছিল।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদটিতে প্রায় দেড় হাজার মুসলিম নামাজ আদায় করতেন। বুধবার রাত থেকে ছয় মাসের জন্য এটি বন্ধ করে দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, ‘প্রজাতন্ত্রের শত্রুদের এক মুহূর্ত সময়ও দেওয়া হবে না।’