পেরুতে আঘাত হানল ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প পেরুর উত্তরাঞ্চলে আঘাত হেনেছে। বাররাঙ্কা শহরের ৪৫ কিলোমিটার (২৮ মাইল) উত্তরে এটি আঘাত হানে। কম্পনের কেন্দ্রস্থল ছিল ৮০ কিলোমিটার (প্রায় ৫০ মাইল) গভীরে।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানায়। তবে কম্পনের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

পেরু একটি ভূমিকম্পপ্রবণ এলাকা। এটি ভূমিকম্পসক্রিয় রিং অব ফায়ারে অবস্থিত। এখানে নিয়মিতভাবে টেকটোনিক প্লেটের চলাচলের কারণে শক্তিশালী ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

 

সুত্রঃ কালের কণ্ঠ