সিল্কসিটিনিউজ ডেস্ক :
বৃহস্পতিবার পূর্ব এশিয়ার জলসীমায় একত্রে নৌ মহড়া চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া। প্রেসিডেন্ট জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করার আগে এই মহড়া গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।
এতে বলা হয়েছে, মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার ও জেট ফাইটারের নেতৃত্বে এ মহড়া পরিচালিত হয়। কোরীয় উপদ্বীপের দক্ষিণ ও জাপানের প্রধান দ্বীপগুলোর পশ্চিমের জলসীমায় এই মহড়া অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে বাইডেনের মধ্যস্থতায় হওয়া একটি চুক্তির ধারাবাহিকতায় এই মহড়ার আয়োজন করা হয়েছে। ওই চুক্তির ফলে সিউল ও টোকিও বহু বছরের বিরোধ পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতার জন্য ঐক্যবদ্ধ হয়।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এক ডিক্রিতে স্বাক্ষর এবং রাশিয়ার সাথে একটি বড় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করার এক দিন পরে জাহাজ ও বিমান এই মহড়ায় অংশ নিয়েছে, যার মধ্যে উভয় দেশকে পারস্পরিক সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার বিধান রয়েছে।
শনিবার, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন করে একটি আইনে স্বাক্ষর করেছেন।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া দাবি করেছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে উত্তর কোরিয়া তাদের সেনা পাঠিয়েছে রাশিয়ায়।
মঙ্গলবার, একজন ইউক্রেনীয় কর্মকর্তা দাবি করেছেন যে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ৫০ হাজার রাশিয়ান এবং উত্তর কোরিয়ার সেনা কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে।
সূত্র: যুগান্তর