পুলিশ-ভীতি দূর করতে হবে : আইজিপি

সিল্কসিটিনিউজ ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘জনগণের মধ্যে পুলিশ-ভীতি থাকলে তা দূর করতে হবে। পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করলে অপরাধ অনেক কমবে।’

মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে ৩৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া সহকারী পুলিশ সুপারদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পুলিশ-প্রধান বলেন, ‘একবিংশ শতাব্দিতে পুলিশে অনেক পরির্বতন এসেছে। দ্রুত পরিবর্তনশীল বর্তমান বিশ্বে অপরাধের ধরন ও মাত্রায় পরিবর্তন ঘটছে। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা বেড়েছে। জনসেবার মধ্য দিয়ে জনপ্রত্যাশা পূরণে প্রতিটি পুলিশ সদস্যকে সচেষ্ট থাকতে হবে।’

নবীন কর্মকর্তাদের উদ্দেশে শহীদুল হক বলেন, ‘কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে অনেক অপরাধ দমন করা যায়। পুলিশ সদস্যদের মানুষের সঙ্গে মিশতে হবে, তাদের সমস্যা বুঝতে হবে। জনগণের মধ্যে পুলিশ-ভীতি থাকলে তা দূর করার জন্য জনসম্পৃক্ততা বাড়াতে হবে। কেননা, পুলিশের একটি গৌরবোজ্জ্বল সমৃদ্ধ অতীত রয়েছে।’

উল্লেখ্য, ৩৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে ১১২ জন পুলিশ কর্মকর্তা যোগদান করেছেন। তাদের মধ্যে ৯৪ জন পুরুষ, ১৮ জন নারী। ১১ মে থেকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে তাদের ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শুরু হবে।

সূত্র: রাইজিংবিডি