শনিবার , ২৭ আগস্ট ২০১৬ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুলিশ বেআইনি কাজ করে না : আইজিপি

Paris
আগস্ট ২৭, ২০১৬ ৮:৪৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পুলিশ কোনো বেআইনি কাজ করে না বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। শুক্রবার বিকেল ৫টার দিকে রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজ মাঠে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘আমাদের পুলিশ বাহিনী সর্বদাই জনগণের সেবায় নিয়োজিত থাকে। পুলিশ সর্বদাই দেশপ্রেমিক, তারা বেআইনি কাজ করে না, সবসময় জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য তৈরি থাকে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিজেদের জীবন উৎসর্গ করে দিতে পারে। এর প্রমাণ শোলাকিয়া ও গুলশানের ঘটনায় পুলিশ সদস্যরা জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন।’

পুলিশপ্রধান বলেন, ‘কিছু মানুষ আছেন যারা পুলিশের ভালো কাজগুলোকে ভালোভাবে নিতে চায় না। ইউটিউব, ফেসবুকসহ অনেক মাধ্যমে পুলিশের কাজকে কেউ কেউ প্রশ্নবিদ্ধ করে। জঙ্গিরা অভিযানের সময় মারা গেল কেন, এই জাতীয় প্রশ্ন করে। আমরা কি জঙ্গিদের বাড়িতে নিয়ে যাব নাকি? অনেক জঙ্গি আছে যারা জীবিত ধরা পড়লেও বাঁচতে চায় না। তারা মরে গিয়ে জান্নাতে যেতে চায়।’

শহীদুল হক বলেন, ‘আর কিছু লোক সবসময় নানারকম কটূক্তি করে থাকে। কারণ পুলিশ এখন সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। পুলিশ ২০১৩ সালের দিকের ঘটনাগুলোর পর থেকেই আরও কঠোর হয়েছে। কিছু মানুষ কত যে স্কুল, কলেজ, গাড়ি পেট্রোল বোমায় পুড়িয়ে দিয়েছে, হামলা চালিয়েছে তার কোনো হিসাব নেই।

এমন কি আমাদের পুলিশ বাহিনীর ওপরও পেট্রোল বোমা দিয়ে হামলা চালিয়েছে।’ জঙ্গিবাদ দমন বিষয়ে পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘জঙ্গিবাদ রুখতে আমাদের সবাইকে আপনারা সহযোগিতা করবেন। নিজেদের আশেপাশে সবখানে নজর রাখবেন যে, কোনো অসংগতি চোখে পড়ে নাকি। কোনো কিছু বা কোনো ব্যক্তির বিষয়ে সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে সেই তথ্য দিয়ে সহযোগিতা করবেন।’

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করতে এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস রুখে সোনার বাংলা গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে।

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়