পুলিশে বিপদ দেখলে কি করতে হবে নারীদের, জানাল লন্ডন পুলিশ

একা থাকা কোনো পুলিশ কর্মকর্তার কাছে সাহায্য নেওয়ার ব্যাপারে নারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

কোনো পুলিশ সদস্যের কাছ থেকে বিপদের আশঙ্কা দেখলে নারীদের দৌঁড়ে কোনো বাড়িতে আশ্রয় নেওয়া, চিৎকার করে বাস থামানো, কিংবা জরুরি পরিষেবায় ফোন করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

সারা এভারার্ড নামে এক তরুণীকে গ্রেফতারের নামে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন লন্ডনের মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ওয়েইন কুজেসন।  এই অপরাধে তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়।

এই ঘটনার পর একা পুলিশ কর্মকর্তার ব্যাপারে নারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

গত ৩ মার্চ ৩৩ বছর বয়সী সারা এভারার্ডকে ওয়েইন কুজেনস গ্রেফতারের নামে জোর করে একটি ভাড়া করা গাড়িতে তোলেন। আটকে রেখে আর ওপর যৌন নির্যাতন চালানো হয়। সপ্তাহখানেক পর দক্ষিণপূর্ব ইংল্যান্ডের একটি পার্ক থেকে তার লাশ পাওয়া যায়।

সারার এই হত্যাকাণ্ড ব্রিটেনকে প্রচণ্ডভাবে নাড়া দেয়। দিনের পর দিন এই হত্যাকাণ্ডের খবর ব্রিটিশ গণমাধ্যমের শিরোনাম দখল করে রেখেছিল। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ঘরের বাইরে নারীর নিরাপত্তার দাবিতে যে বড় বড় বিক্ষোভ হয়, তাতে এমনটি ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনও যোগ দিয়েছিলেন।

 

সূত্রঃ যুগান্তর