পুরনো দিনে ফিরে যাচ্ছে ইতালি

দেশের অভ্যন্তরে নাগরিকদের চলাচলে সুবিধার জন্য ইতালিকে পুরোপুরি খুলে দেয়া হচ্ছে। টানা দুই মাসের লকডাউনের পর দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোন্তে আগামী ৩ জুন সর্বসাধারণের চলাচলের জন্য পুনরায় দেশটি খোলার পরিকল্পনা করেছেন। খবর-ব্লুববার্গ।

ব্লুমবার্গের হাতে থাকা একটি খসড়া ডিক্রি অনুযায়ী, সোমবার দেশটির খুচরা দোকান ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো পুনরায় খোলা হবে। খবরে বলা হয়েছে, ওই খসড়া ডিক্রিটি শুক্রবার পাস হয়।

ইউরোপের প্রথম দেশ হিসেবে ইতালি পুরো দেশ মার্চ মাস থেকে লকডাউন ঘোষণা করে।

ওই খসড়া অনুযায়ী, ১৮ মে থেকে অঞ্চল ভিত্তিক চলাচল করতে পারবে সাধারণ মানুষ। আর এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ভ্রমণ জুনের ৩ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। এতে বলা হয়েছে, বিধিনিষেধ ওঠানো নির্দিষ্ট এলাকাগুলোতে যাতে নতুন সংক্রমণ না হয় সে বিষয়টি জোরদার করা হবে।

এর আগে দেশটিতে ৪ মে থেকে শিল্প-কারখানা খুলে দেয়া হয়েছে আর আগামী সোমবার থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করবে।

ডিক্রিতে বলা হয়েছে, স্বাস্থ্য বিধি অনুসরণ না করলে পুনরায় চালু হওয়া অর্থনৈতিক অঞ্চলগুলোর সব সেক্টর বন্ধ হয়ে যেতে পারে। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, যাতে সক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া যায়।