শুক্রবার , ২৯ জুলাই ২০১৬ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুরনো কারাগারে এখন যা হবে

Paris
জুলাই ২৯, ২০১৬ ৪:৩১ অপরাহ্ণ
পুরনো কারাগারে এখন যা হবে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পুরনো কারাগারের স্থানে নির্মাণ করা হবে বাচ্চাদের বিনোদন কেন্দ্র, শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোর, হাঁটার জন্য ‘ওয়াক ওয়ে’ ও দুটি জাদুঘর।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন এসব তথ্য জানিয়েছেন।শুক্রবার দুপুরে কারা অধিদফতরে সাংবাদ সম্মেলনে  তিনি এসব কথা জানান।

কারা মহাপরিদর্শক জানান, পুরাতন কারাগারের স্থলে জনসাধারণের হাঁটার রাস্তা বানানো হবে। বাচ্চাদের জন্য থাকবে বিনোদন কেন্দ্র। নির্মাণ করা হবে শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোর। এছাড়া সেখানে বানানো হবে দুটি জাদুঘর।

তিনি আরও জানান, কারাগারে চার নেতার সেলটি এবং বঙ্গবন্ধুর সেলটি সংরক্ষণ করা হবে। সেখানে নির্মাণ করা হবে দুটি জাদুঘর।

পরিকল্পনার বাস্তবায়নে নকশারা বিষয়ে তিনি বলেন, ‘এসব অবকাঠামো নির্মাণে আমরা একটি উন্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করবো। সেখানে প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রকৌশলীরা নকশা জমা দেবে। যে নকশাটি প্রথম হবে, সেটি বেছে নিয়ে কাজ শুরু করা হবে।’

কবে এই অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরে জানানো হবে। অর্থ ও অন্যান্য বিষয়ে পরে পরিকল্পনা করা হবে।

সূত্র: বাংলা ট্রিবিউন

 

 

 

 

সর্বশেষ - জাতীয়