পুরনো অ্যাকশনেই সাফল্য পেয়েছি : তাইজুল

 

সাদা পোশাকে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য বোলারের নাম তাইজুল ইসলাম। মাঝে কিছুদিন নিজেকে হারিয়ে ফেলেছিলেন। জাতীয় দলে স্পিন পরামর্শক হিসেবে পেয়েছিলেন ড্যানিয়েল ভেট্টরি, রঙ্গনা হেরাথের মতো কিংবদন্তিদের। তাইজুলের অ্যাকশন পরিবর্তনের চেষ্টাও হয়েছিল। কিন্তু দ্রুতই তাইজুল আবার নিজের পুরনো অ্যাকশনে ফিরে আসেন। চট্টগ্রাম টেস্টে সেই পুরনো অ্যকাশনেই মিলে সাফল্য।

আজ রবিবার তৃতীয় দিনের খেলা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, ‘এটা সত্যি যে আমি পুরনো অ্যাকশনেই সাফল্য পেয়েছি। সত্যি কথা বলতে, আমি চেষ্টা করেছিলাম আরেকটি ভালো কিছু করা যায় কিনা। অ্যকশন চেঞ্জ করে যে অনেক বড় সমস্যা হয়েছিল- এমনটা নয়। কারণ আমি সোহেল ভাইয়ের থেকে (কোচ সোহেল ইসলাম) অনেক সহায়তা পেয়েছি। তার সঙ্গে অনেকদিন ধরে কাজ করি। তিনি আমাকে জানেন। অ্যাকশন চেঞ্জ করে আবার যখন ফিরতে চাইলাম, তখন সোহেল ভাইয়ের কারণে তাড়াতাড়ি কামব্যাক করেছি।’

পাকিস্তানের প্রথম ইনিংস আজ একাই গুঁড়িয়ে দিয়েছেন তাইজুল। ৪৪.৪ ওভার বোলিং করে শিকার করেছেন ৭ উইকেট। পাকিস্তান গুটিয়ে গেছে ২৮৬ রানে। বাংলাদেশ পেয়েছে ৪৪ রানের লিড। যদিও দিনের শেষে ৪ উইকেট হারানোয় বাংলাদেশ হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি। তাইজুলের ক্যারিয়ারের এটা ৯ম বারের মতো পাঁচ উইকেট শিকার। যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। ইনিংসে সর্বোচ্চ ১৮ বার পাঁচ উইকেট নিয়ে শীর্ষে সাকিব আল হাসান।

 

সুত্রঃ কালের কণ্ঠ