মঙ্গলবার , ১১ মে ২০২১ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুঠিয়া ব্যাপক শিলা বৃষ্টিতে আমের ক্ষতি

Paris
মে ১১, ২০২১ ২:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ব্যাপক শিলা ‍বৃষ্টি হয়েছে। বেলা ১২ টার দিকে শুরু হওয়া শিলা বৃষ্টিতে আম, লিচুসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বৃষ্টি চলাকালে গাছ থেকে অনেক আম ঝড়ে গেছে বলে আমাদের পুঠিয়া প্রতিনিধি মধু জানিয়েছেন।

অন্যদিকে, আজ  বেলা পৌনে একটার দিকে রাজশাহীতে বৃষ্টিপাত শুরু হয়। এনিয়ে দুপুর ১টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২ দশমিক ৪ মিলিমিটার। এছাড়া সোমবার (১০ মে) রাত সাড়ে আটটার দিকে বৃষ্টিপাত হয়েছিলো দশমিক ৩ মিলিমিটার।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক কামাল উদ্দিন জানান- বৃষ্টি এখনও হচ্ছে। সর্বশেষ দুপুর একটা পর্যন্ত ২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান- আকাশে মেঘ গড়াগড়ি করছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজশাহী ‍কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল আওয়াল জানান- এখনও বৃষ্টি হচেছ। এই মহুর্তে কিছু বলা যাচ্ছে না।

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর