সোমবার , ১৭ ডিসেম্বর ২০১৮ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২, বিদেশী নাগরিক নিহত

Paris
ডিসেম্বর ১৭, ২০১৮ ১১:৪৩ অপরাহ্ণ

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক গোলাপ আহম্মেদ (২৬)  নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তিউনেশিয়ার নাগরিক মিঃ আব্বাসীর (৩০)।

আজ সোমবার রাত ৮ দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ড্রাইভার গোলাপ টাংঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বোকার বাইস গ্রামের আহাদ আলীর
ছেলে ও  তিউনেশিয়ার নাগরিক মিঃ আব্বাসী বলে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। তার কাছে কোন পাসপোর্ট পাওয়া যায়নি। তবে প্রাপ্ত কাগজ পত্রে তিউনেশিয়ার বলে প্রমাণ মিলেছে।

পবা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, একটি পিকআপ রাজশাহীর দিকে আসার সময় মাছবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মহসড়েকের উপর দাড়িয়ে যায়। এ সময় সেঞ্চুরি পরিবহনের একটি যাত্রীবাহী বাস সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলে পিকআপের ড্রাইভার গোলাপ মারা যান।

এ ঘটনায় আহত হন পিকআপের যাত্রী আব্বাসী। তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া স্বাস্থ কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর