পুঠিয়ায় মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ক মতবিনিময়

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২২ সেপ্টেম্বর) মঙ্গলবার দিনভর জিউপাড়া ইউনিয়ন পরিষদে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয়, মানবপাচার ও বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা হয়।

বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক ও জিউপাড়া ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে সভায় অংশগ্রহন করেন জিউপাড়া ইউনিয়নের কাজী, বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক ও ব্র্যাকের সদস্যরা ।

ব্র্যাকের পুঠিয়া এরিয়ার জোনাল ম্যানেজার সুফিয়া বেগমের পরিচালনায় ও জিউপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসনেয়ারা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির ব্যবস্থাপক আতিকুর রহমান।

জানা গেছে, উক্ত মত বিনিময় সভায় মানবাধিকার ও আইন সহায়তা কমসূচি লিগ্যাল এইড কার্যক্রমের অংশ হিসেবে চলমান করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয়, মানবপাচার,বাল্য বিবাহ প্রতিরোধে করণীয়, মানবপাচার, সালিশ যোগ্য ও অযোগ্য অপরাধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সভাটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন এইচ আর এর এস অফিসার নিলুফা খাতুন।