পুঠিয়ায় মাদক-অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে মাদক ও আগ্নেয়াস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সোমবার (১৬ মে) দিবাগত রাত ১১টার দিকে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর পূর্বপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দু’জন হলেন- জেলার চারঘাট উপজেলার তাতারপুর গ্রামের মো. কামাল (৪১) ও শিবপুর গ্রামের সাব্বির উদ্দিন (২৮)। পুলিশ তাদের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম মঙ্গলবার (১৭ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কামাল ও সাব্বির মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। তাদের গতিরোধ করে দেহ তল্লাশি করলে হেরোইন ও অস্ত্র পাওয়া যায়। এ দ’জন দীর্ঘদিন ধরেই মাদকের কারবারে জড়িত।

তিনি আরও জানান, এ ব্যাপারে পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ আসামিদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠায়।

জি/আর