পুঠিয়ায় পথচারীদরের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরণ

পুঠিয়া প্রতিনিধিঃ

“মাস্ক ব্যবহার করুন সুস্থ থাকুন” প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিনামুল্যে মাস্ক বিতরণ কার্মসুচির উদ্বোধন করা হয়েছে। এ সময় চলাচলরত পথচারীদের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরণ করা হয়।

আজ (১০ জুন) বুধবার সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরের প্রধান ফটকে রাজশাহী জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন এ কার্মসুচির আয়োজন করে।

জানা গেছে, করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারনকে মাস্ক পড়ায় উৎসাহিত করতে জেলা প্রশাসকের নির্দেশে জেলার প্রতিটি উপজেলায় বিনামুল্যে মাস্ক বিতরনের উদ্দ্যোগ নেয়া হয়। এরই অংশ হিসেবে বুধবার সকালে উপজেলা পরিষদের প্রধান ফটকে মাস্ক বিতরণ কর্মসুচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওলিউজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, স্কাউটস ও গার্লস গাইডের ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যম কর্মীরা। শেষে মহাসড়কের দুইপাশে মাস্ক ছাড়া চলাচলরত পথচারীদের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরণ করা হয়।